জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২২ শে ফেব্রুয়ারী ২০২২ – আজ বর্ধমান শহরে আসেন সি পি আই ( এম) পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। বর্ধমান শহরের কালীবাজার মাঠে নির্বাচনী জনসভায় মুখ্যবক্তা ছিলেন সি পি আই(এম) পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বর্ধমান শহর-১ এরিয়া কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম। মহম্মদ সেলিম ছাড়াও বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তাপস সরকার।

শ্রদ্ধা ও শপথে স্মরণ করা হলো শহিদ প্রদীপ তা ও শহিদ কমল গায়েনকে। আজ বর্ধমান সদর ১-এর ছয়ের মাইল-এর চামারদিঘিতে এক শহিদ স্মরণ-সমাবেশে মুখ্যবক্তা ছিলেন পার্টির পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। স্মরণ-সমাবেশে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন পার্টির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন। বক্তব্য রাখেন শহিদ প্রদীপ তা-এর কন্যা পৃথা তা। সমাবেশের প্রারম্ভে শহিদ বেদীতে শ্রদ্ধা ও শপথে মালা দেন মহম্মদ সেলিম, সৈয়দ হোসেন, অমল হালদার, অচিন্ত্য মল্লিক, আভাস রায়চৌধুরী, পৃথা তা, শহিদ প্রদীপ তা-র স্ত্রী চিত্রলেখা তা, শহিদ কমল গায়েনের স্ত্রী কাকলি গায়েন, পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্যগণ ও গণসংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

২০১২ সালে আজকের দিনে প্রকাশ্য দিবালোকে তৃণমূলী দুষ্কৃতীরা নৃশংসভাবে ভাবে খুন করে পার্টির দুই নেতাকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।