জেলা

উত্তর ২৪ পরগণা জেলার খবর—-


চিন্তন নিউজ: ২৯শে জুলাই:সংবাদদাতা—- গাজী জানিয়েছেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর ২৪ পরগনার হাড়োয়া আঞ্চলিক কমিটির আহ্বানে এক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজিত হল। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণভাবে বেহাল, শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসার অভাবে হাসপাতালে বেড না পেয়ে পথে, গাড়িতে মৃত্যুবরণ করছেন তাই নয় অন্যান্য অসুস্থ রোগীরও মিলছে না পরিষেবা। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরও ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক পথসভা হয় এবং এলাকাবাসীকে সতর্ক ও সচেতন করার জন্য প্রচার, হ্যান্ডবিল বিলি করা হয় ও পথচলতি মানুষের মধ্যে মাস্ক দেওয়া হয়।

হাসনাবাদের আমলানী পঞ্চায়েতের আষাঢ়িয়া গ্রামে সিপিআইএম ও কংগ্রেস জোট এর ডাকে আজ আমফানের দূর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদী সভায় উস্থিত ছিলেন সিপিআইএম নেতা কমঃ সুবিদ আলি গাজী, কংগ্রেস নেতা সালাউদ্দিন ঘরামী।কমরেড গ্রাম এর মানুষ জাগছে, ভিড়ে ঠাসা প্রতিবাদী গ্রামবাসীবৃন্দের কন্ঠস্বর একদিন জেলার তৃণমূল গুন্ডাবাহিনীর ভিত কাঁপিয়ে দেবে নিঃসন্দেহে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।