চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৬ সেপ্টেম্বর, ২০২১ – আজ সারা ভারত কৃষক সভা গলসী ০২ নং ব্লক কমিটির অষ্টম সম্মেলন প্রয়াত মতিয়ার রহমান মন্ডল নগর ও প্রয়াত শংকর বন্দোপাধ্যায় মঞ্চ। ভুঁড়ি অঞ্চলের উড়া গ্ৰামে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এবং মোদী সরকারের জনবিরোধী কার্যকলাপের জন্য ২৭ শে সেপ্টেম্বর সারা ভারত বনধ্ কে সফল করার জন্য প্রতিনিধিদের একটি মিছিল সংগঠিত হয়। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্য বিনোদ দাস। রিপোর্ট পেশ করেন ব্লক কমিটির সম্পাদক সাইফুল হক।
আজ সি আই টি ইউ এর দ্বাদশ রাজ্য সম্মেলন উপলক্ষে ঝুরঝুরি পুল, প্রান্তিক বাজারে অর্থ সংগ্রহ করা হয় ২ নং এরিয়া কমিটি সি আই টি ইউ বধর্মান শহর।