চিন্তন নিউজ: ০৩/০৪/২০২৩:– সোমনাথ ঘোষঃ- ৫ ই এপ্রিল দিল্লিতে ঐতিহাসিক মজদুর-কিষাণ সংঘর্ষ সমাবেশে যোগ দিতে বিকানীর এক্সপ্রেস এ চন্ডীতলা- ১ হুগলী থেকে সোমনাথ ঘোষ সহ আরও অনেকে । এদিকে বাঁশবেড়িয়া চন্দ্রহাটি থেকে এই ঐতিহাসিক সমাবেশ এ যোগদান দিতে দিলীপ প্রামানিক , অমিত প্রামানিক , জয়দেব হালদার ,সুজয় সাহা , সুব্রত অধিকারী, জয়ন্ত মন্ডল , সুব্রত গাঙ্গুলি সহ অনেকে রওনা হয়েছেন।
সুহাস ভট্টাচার্যঃ-সরকারের প্রতি কর্মচারীদের ঘৃণা বর্ষিত হল হুগলী ডিস্ট্রিক্ট সেটেলমেন্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এর নির্বাচনে। অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে ১২ টি আসনের প্রত্যেকটিতেই সরকারপন্থী প্রার্থীদের পরাজিত করে বিপুল ভোটে প্রগতিশীল প্রার্থীদের জয়ী করলেন কর্মচারীরা। এর আগেও ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোটদাতাদের শারীরিক হেনস্থা করেও প্রগতিশীল প্রার্থীদের জয় আটকানো যায়নি, এ বছর গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যবধানে প্রগতিশীল প্রার্থীরা জয়ী হয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্মচারীদের চোর ডাকাতের সঙ্গে তুলনার ফলে কর্মচারীদের ক্ষোভ যেন ফুটে উঠলো নির্বাচনের ফলাফলে।
দীপাঞ্জন মুখার্জীঃ-সিপিআইএম, চুঁচুড়া এরিয়া কমিটির ডাকে, রাজ্য জুড়ে রেগা, আবাস যোজনা, শিক্ষাক্ষেত্রে ব্যাপক বেনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আজকের প্রতিবাদ সভা ।
শিবানী দাশগুপ্তঃ- গতকাল হুগলি জেলার বাঁশবাড়িয়া র বেলতলা বাজারে এক পথসভার আয়োজন করা হয় । ৫ ই এপ্রিল দিল্লিতে সমাবেশ ও বিভিন্ন অরাজকতার বিরুদ্ধে এই পথসভা । এই পথসভায় বক্তব্য রাখেন সুব্রত দাশগুপ্ত , সৈকত শোঁ, মনোদীপ ঘোষ সহ আরও অনেকে।