জেলা

দক্ষিণ চব্বিশ পরগণা জেলা নিউজ


চিন্তন নিউজ:২২শে ফেব্রুয়ারি:–সংবাদদাতা অভিজিৎ দাশগুপ্ত জানিয়েছেন- আগামী ২৮ ফেব্রুয়ারি ঐতিহাসিক ব্রিগেডের সমাবেশের সমর্থনে ফরতাবাদ , মহামায়াপুর ২ শাখার পক্ষ থেকে ২৮ নম্বর ওয়ার্ডে এবং লস্করপুর ১ ও ৪ শাখার পক্ষ থেকে ৩১ নং ওয়ার্ড জুড়ে প্রচার সংগঠিত করা হয়।

সংবাদদাতা দেবু রায় জানিয়েছেন– আজ সকালে ২৮শে ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে পূর্ব যাদবপুর এরিয়া কমিটির আয়োজনে পাল বাজার মোড়ে প্রচার করা হয় .


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।