জেলা

রবিবারের কলকাতা-


চিন্তন নিউজ–৪ঠা অক্টোবর—কার্তিক মাইতি- ভারতে মহামারী করোনার দাপট অব্যাহত ।পাশাপাশি মৃত্যু মিছিল বেড়েই চলেছে ।লকডাউনের প্রথম দিন থেকেই ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।কোথাও ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে, বিভিন্ন অঞ্চলে কমিউনিটি কিচেনর মাধ্যমে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে, কোথাও সবজি বাজারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে, আবার রক্তসংকট কালে শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে রক্ত দান শিবির পরিচালনা করে চলেছে ।এই রকমই এক প্রচেষ্টায় সফল হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কাশিপুরএরিয়া কমিটি-৩।কমরেডদের আন্তরিকতা ও সাধারণ মানুষের উদ্যোগ পরিচালিত হলো রক্তদান শিবির । ৬১জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করলেন।উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য কমরেড বিমান বসু, কলকাতা জেলা কমিটির সম্পাদকের কললোল মজুমদার, ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদিকা কনীনিকা বোস ঘোষ ,সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাঞ্জন চক্রবর্তী, জেলা কমিটি সদস্য প্রতীপ দাশগুপ্ত, দেবাশিস রায়, এরিয়া কমিটি সম্পাদক বাবিন ব্যানার্জি,এরিয়া কমিটির সদস্য গন,এবং ছাত্র, যুব , মহিলা , শিক্ষক, বস্তি ও বিজ্ঞানমঞ্চের নেতৃত্ব ।

সিটু, এসএফআই, ডিওয়াইএফ(আই),
এইডওয়া, পিবিইউএস কাশীপুর-টালা-চীৎপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে ৬ নং ওয়ার্ডে প্রান্তিক শিশুদের শিক্ষাসামগ্ৰী প্রদান করা হল। উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, রাজদেও গোয়ালা, পারমিতা রায়, শিবেন্দু ঘোষ, কনীনিকা ঘোষ, অর্জুন রায় প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদদাতা—–সাথী ভট্টাচার্য:- উত্তরপ্রদেশের হাথরস, বলরামপুর সহ অন্যান্য স্থানে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ, খুন এবং পশ্চিমবঙ্গের রাজগঞ্জ, ঘাটাল, ডেবরায় ধর্ষণ ও খুনের প্রতিবাদে মহিলা সহ নাগরিকদের এক মৌন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কলকাতা জেলার সম্পাদিকা দীপু দাস, সভানেত্রী শমিতা হরচৌধুরী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।