চিন্তন নিউজ:- জয়নগর মজিলপুর থেকে রমা চক্রবর্তী তাঁর প্রতিবেদনে জানিয়েছেন যে গতকাল এইডওয়ার দুটি ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয় । এলাকার মহিলাদের দুটি সম্মেলনে উপস্থিতি ভালোই ছিলো । একটি সম্মেলনে স্বেতা বৈদ্যকে সম্পাদক ও তনুশ্রী চ্যাটার্জিকে সভাপতি মনোনীত করা হয় । অপর একটি ইউনিট সম্মেলনে মাফুজা মন্ডলকে সম্পাদক এবং শিখা দত্তকে সভাপতি এবং শ্যামলী হালদারকে কোষাধক্ষ মনোনীত করা হয় ।
অন্য দিকে সোনারপুর উত্তর থেকে ডালিয়া চ্যাটার্জি তার প্রতিবেদনে লিখেছেন যে পাঁচ নম্বর ওয়ার্ডে দাদপুর শাখা অঞ্চলে মহিলারা অর্থসংগ্রহ করেন সম্মেলন উপলক্ষে। এরই সাথে ওই ওয়ার্ডের অন্তর্গত শ্রীখোন্দা বিবেকানন্দ নগর সেক্টর ওয়ান এর রাস্তা দীর্ঘ দিন ধরেই বেহাল। এর বিরুদ্ধে অঞ্চলের মহিলা রা এইডওয়া এর নেতৃত্বে মানুষকে অবগত করার প্রয়াস নিয়েছেন , অর্থ সংগ্রহ করার সাথে সাথে ।