জেলা

দঃ ২৪ পরগনা জেলা নির্বাচনী সংবাদ



চিন্তন নিউজ — বিভাস সাহার প্রতিবেদন :–:২১/০৪/২০২৪ জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যানিং-১ এরিয়া কমিটির অন্তর্গত ঘুটিয়ারী শরীফ বাঁশড়া অঞ্চলে আগামী লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনী অঞ্চল মিটিং অনুষ্ঠিত হলো বাঁশড়া পার্টি অফিসে.. উপস্থিত ছিলেন কমরেড তুষার ঘোষ, শুবল দাস এবং তাপস অধিকারী..।

সংবাদদাতা সুশান্ত ঘোষ:- আজ সর্বহারার মহান নেতা কমরেড ভি আই লেনিনের ১৫৫ তম জন্ম দিবস পালন উপলক্ষে সি পি আই এম সোনারপুর মধ্য এরিয়াকমিটির পক্ষ থেকে এরিয়া কমিটির অফিসে ও এরিয়া কমিটির প্রত্যেকটি শাখা রক্ত পতাকা উত্তোলন কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান ,পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরিয়া কমিটির অফিসে পতাকা উত্তোলন করেন প্রবীণ নেতা কাজল দে।এ ছাড়া শ্রদ্ধানিবেদন করেন এরিয়া কমিটির সদস্য সুশান্ত ঘোষ।এরিয়া কমিটির পক্ষ থেকে পত্রিকা বিক্রয় অভিযান করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।