জেলা

হাওড়ার খবর


চিন্তন নিউজ:তপালগ্না চক্রবর্তী:১১ই মার্চ:- বুধবার নাম ঘোষণার সাথেই প্রার্থীর সর্মথনে মিছিল হয় ডোমজুড়, বাগনান , সাঁকরাইল কেন্দ্র এলাকায়। আজ সকালে সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তাঁর বিধানসভা এলাকার মানিকপুরে শ্রমিকদের সভায় উপস্থিত হন। বিকালে সাঁকরাইল চাঁপাতলায় দলীয় কর্মীদের নিয়ে সভায় উপস্থিত ছিলেন। বাগনান কেন্দ্রের প্রার্থী বসির আহমেদ হাঁটুরিয়া ১ ও ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায় গিয়ে কর্মীদের সাথে নিয়ে এলাকায় মানুষের সাথে পরিচিত হন। অন‍্যদিকে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী উত্তম বেরা বাঁকড়া অঞ্চলের কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখনের কাজে হাত লাগান ও বাঁকড়া অঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলের মানুষের সাথে পরিচিত হন। উত্তর হাওড়া বিধানসভার সংযুক্ত মোচাঁর প্রার্থী যুব নেতা পবন সিংও দেওয়াল লিখনে হাত দেন ও বাজলপাড়া অঞ্চলের মানুষের সাথে পরিচিত হন।প্রসঙ্গত ছাত্র যুবদের নবান্ন অভিযানে নবান্নের সামনে বিক্ষোভ প্রর্দশন করার সময়ে পবন সিং এর উপর মমতা ব‍্যানাজীর পুলিশ নির্মমাভাবে লাঠিচার্জ করে। পরে পুলিশ গ্ৰেপ্তার করে।

আজ বিকালে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সুমিত্র অধিকারীকে নিয়ে রামরাজাতলা বেতড় মোড় থেকে দানেশ শেখ লেন পর্যন্ত মিছিল করে বামপন্থী কর্মীরা। মিছিল থেকে কর্মীদের দৃপ্ত ঘোষণা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি, তৃণমূলকে পরাস্ত করে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের রাজ‍্যে। অপরদিকে বৃহস্পতিবার সকালে বালি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী এস এফ আই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দিপ্সীতা ধর বালি বাজার অঞ্চলের মানুষের সাথে পরিচিত হন।।

বিশেষভাবে উল্লেখ্য– দীপ্সিতা ধরের মা দীপিকা ঠাকুর চক্রবর্তী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।