নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:২৭শে মে:- আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দুর্গাপুর ইস্পাত ২ নং এরিয়া কমিটি বি-জোন দুর্গাপুর- ৫ পশ্চিম বর্ধমান – এর তরফে
সিপিআই(এম) নেতা প্রয়াত প্রণব মুখার্জি ও প্রয়াত ভুবন মোহন মুর্মু – র স্মরণে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে সামাজিক দুরত্ব সহ লকডাউনের সকল বিধি মেনে এক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হয়..উপস্থিত ছিলেন :- দুর্গাপুর সি.পি.আই.(এম) বিধায়ক শ্রী সন্তোষ দেবরায়, এছাড়াও উপস্থিত ছিলেন সুবীর সেনগুপ্ত, কমরেড বিপ্রেন্দু চক্রবর্তী সহ সি.পি.(আই).এম নেতৃবৃন্দ।
যাদের আন্তরিক সহযোগিতায় এই প্রয়াস সফল হয়েছে,সকলকে অভিনন্দন.জানাই এই রক্তদান কর্মসূচির উদ্যোক্তারা। আগামী দিনেও এভাবেই পাশে থাকার আহ্বান জানান।