রুদ্র চক্রবর্তী:চিন্তন নিউজ:২৭শে মে:- দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৫১ হাজার ৯৭৩ জন। যার মধ্যে ৬৪ হাজার ২৯৪ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৪৬ জনের। মৃত্যুর হার ২.৮৮শতাংশ। দেশের জনসংখ্যা অনুযায়ী পরিসংখ্যান যথেষ্ট ভালো মনে হলেও, পাশাপাশি এটাও দেখার বিষয় দেশ জুড়ে করোনার টেস্টের সংখ্যাও অনেক কম। কেন্দ্রের মোদি সরকার সবটাই বিজ্ঞাপনের আওতায় মুড়িয়ে রেখে বাস্তব সত্যকে চাপা দেওয়ার চেষ্টা নিরন্তর করে চলেছে।
দেশের মধ্যে করোনা আক্রান্তে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ,দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, তৃতীয় স্থানে গুজরাত। এই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে নবম স্থানে। গুজরাত এবং পশ্চিমবঙ্গের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ টেস্টের সংখ্যা কম হওয়ার জন্য। গুজরাত হাইকোর্টের কাছে ইতিমধ্যে কম টেস্ট করানোর জন্য ভর্ৎসনার শিকার হতে হয়েছে। পাশাপাশি করোনা নিয়ে পথ দেখাচ্ছে বাম সরকার কেরালা। কেরালার বাম সরকার প্রথম থেকেই করোনা নিয়ন্ত্রণে নানাবিধ সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য দেশ এবং বিদেশে প্রশংসিত হয়েছে। মহারাষ্ট্রকে সাহায্য করার জন্য কেরল থেকে ৫০জন ডাক্তার এবং ১০০জন প্রশিক্ষিত নার্স পাঠিয়েছে কেরলের বাম সরকার। করোনার কারণে দেশে জুড়ে যে লকডাউন চলেছে সেদিক থেকে কেন্দ্রর মোদি সরকার চোখ ঘুরিয়ে নিয়েছে।
লকডাউন নানান কৌশলে শিথিল করার চেষ্টা চলছে। যা দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক মনে করছেন কেন্দ্রর সরকারের এই উদাসীন মনভাবের কারণে দেশে করোনার আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা আগামীতে বাড়বে।
