মহ: জান্নাতুল মীর: চিন্তন নিউজ: ৩রা জানুয়ারি২০২১:- রামপুরহাট ২ নং ব্লকের প্রবীণ পার্টি সদস্য, কৃষক নেতা মহঃ সফিউদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত হলো আজ তার গ্রামের বাড়ী হাঁসন ২ নং জিপির রামদামপুরে। উপস্থিত ছিলেন সঞ্জীব বর্মণ,রবীন্দ্রনাথ মার্জিত, জান্নাতুল মির্জা, কালাম মোল্লা, আজিজুল হক, আবুল খায়ের, সুসান্ত মাল, কালিপ্রসাদ মাল, আরজ শেখ, নারায়ন কোনাই, হামজার আলী প্রমূখ। এছাড়াও কমরেড মহঃ সফিউদ্দিনের স্ত্রী, পুত্র, কন্যা, জামাতাও উপস্থিত ছিলেন। সভার শুরুতে নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যগণ এবং রামদামপুর সহ আশেপাশের একাধিক গ্রামের বহু সাধারণ মানুষও সকলের অত্যন্ত কাছের মানুষ, জনপ্রিয় কমরেড মহঃ সফিউদ্দিনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
Related Articles
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খবর
দেবু রায়, চিন্তন নিউজ, ১৮ জানুয়ারি: যাদবপুরে শ্রমজীবী রান্নাঘর , শ্রমজীবী সবজি বাজারের সাথে শুরু হলো চাল ডাল আটা সহ চোদ্দটি নিত্য প্রয়োজনীয় কম দামে বিতরন করে সাধারন মধ্যবিত্ত মানুষকে একটু রিলিফ দেবার। হ্যাঁ, এটা শুরু হয়েছে গাঙ্গুলি বাগানে লুনা বেকারীর সামনে। সরকারে না থেকেও তারা এটা দেখিয়ে দিচ্ছে। যে কৃষি বিল আনা হয়েছে, সেটা […]
ব্যাক্তিগত উদ্যোগে, পরিবারের সাথে আমফান বিধ্বস্ত মৌশুনি অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন, অপূর্ব কুমার মন্ডল
কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:২রা জুলাই:– গত ২৯ শে জুন ২০২০ সোমবার দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত নামখানা ব্লকের মৌশুনী নামক চারিদিকে নদী ঘেরা বিচ্ছিন্ন এক অঞ্চলে আম্ফান ঝড়ে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ২০০ -র বেশি পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী, সার্ফ,মাক্স,ও আর এস, হ্যালোজেন, নতুন লুঙ্গি, গামছা, শাড়িসহ ১২টি দ্রব্যের দুটি করে প্যাকেট অসহায় মানুষের হাতে তুলে দেন […]
পূর্ব বর্ধমান জেলার খবর
চিন্তন নিউজ, সংবাদদাতা বরকত মোল্লা,১১ ই সেপ্টেম্বর২০২০:- ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে ১২ নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযান করা হলো। ডি ওয়াই এফ আই কাটোয়া পানুহাট আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ সকালে কাটোয়া ১৭, ৮ ও ৬ ওয়ার্ডে বাড়ি বাড়ি ও বাজার এলাকায় স্যানিটাইজেশান কর্মসূচি পালন করে।সারাদিন সারা ভারত কৃষকসভার সদস্য সংগ্ৰহ […]