জেলা

প্রবীণ পার্টি সদস্য, কৃষক নেতার স্মরণসভা


মহ: জান্নাতুল মীর: চিন্তন নিউজ: ৩রা জানুয়ারি২০২১:- রামপুরহাট ২ নং ব্লকের প্রবীণ পার্টি সদস্য, কৃষক নেতা মহঃ সফিউদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত হলো আজ তার গ্রামের বাড়ী হাঁসন ২ নং জিপির রামদামপুরে। উপস্থিত ছিলেন সঞ্জীব বর্মণ,রবীন্দ্রনাথ মার্জিত, জান্নাতুল মির্জা, কালাম মোল্লা, আজিজুল হক, আবুল খায়ের, সুসান্ত মাল, কালিপ্রসাদ মাল, আরজ শেখ, নারায়ন কোনাই, হামজার আলী প্রমূখ। এছাড়াও কমরেড মহঃ সফিউদ্দিনের স্ত্রী, পুত্র, কন্যা, জামাতাও উপস্থিত ছিলেন। সভার শুরুতে নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যগণ এবং রামদামপুর সহ আশেপাশের একাধিক গ্রামের বহু সাধারণ মানুষও সকলের অত্যন্ত কাছের মানুষ, জনপ্রিয় কমরেড মহঃ সফিউদ্দিনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।