জেলা

আজকের হুগলি জেলার সংবাদ—


চিন্তন নিউজ:৩ রা জানুয়ারি,২০২১:- জয়দেব ঘোষ-:-এটা শুধু পিকনিকের সময় না , এটা লড়াইয়ের সময় । অন্নদাতারা রাস্তায় দিন রাত পড়ে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমার জন্য আপনার জন্য । দলবদলের রোজের নাটকে মেতে মিডিয়া থেকে বিজেমুল। আসল সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার খেলায় মেতে উঠেছে যারা তাদের বিরুদ্ধে লড়াই জারি আছে। খানাকুল এক নম্বর ব্লক কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে আজ ৩.১.২১তাংএ বালিপুর থেকে চব্বিশ বাজার পর্যন্ত পদযাত্রা সকাল সাড়ে দশটা শুরু হয় । কেন্দ্রের আনা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ও বিদ্যুত সংশোধনী বিল প্রত্যাহার ও শ্রম কোড বাতিলের দাবিতে এই পদযাত্রা । বালিপুর বাজারে দীর্ঘদিন বন্ধ থাকা পার্টি অফিস খোলা হয়।

সোমনাথ ঘোষ -চন্ডীতলা ১ ব্লক কৃষক সভা এলাকার শিয়াখালা হরিসভা ও পশ্চিম তাজপুর ২টি বুথে কৃষকসভার সদস্য সংগ্রহ করা হলো।
উপস্থিত ছিলেন কমরেড সোমনাথ ঘোষ, কমরেড তপন ব্যানার্জি কমরেড তাপস ঘোষসহ অন্যান্যরা ।

সোমনাথ ঘোষ–:-দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে ;আজ ধনিয়াখালির শিবাইচন্ড়ী থেকে খাজুরদহ ,১১নং রোড় হয়ে ভাস্তারা পর্যন্ত্য, বাম গনসংগঠন গুলির আহ্বানে ১১ কিলোমিটার রাস্তা জুরে পদযাএা হয় ।শিবাইচন্ড়ীতে১০— ৩০ মিনিটে শুরুহয় ভাস্তারাতে শেষ হয় ১২– ৪৫মিনিটে ।১১সালের পর এই প্রথম এখানে মিছিল হয় ।ধনিয়াখালিতসিপি আই (এম) এর উপর সন্এাস সৃষ্টি কারী তৃনমূলী নেএীর বাড়ির সামনে দিয়ে । পদযাএা যাবার পথে আনেক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে উৎসাহ নিয়ে দেখেছেন ও মিছিলে চারশো বেশি মানুষ ছিলো। মিছিলে ছিলেন কমঃ আব্দুল হাই, দীলিপ মুখার্জী, শক্তি দাস, বন্যা টুডু, অরুণ মুখার্জী, সুনিল বাগ, অচিন্ত অচিন্ত্য দাস, তাপস ঘোষ, দিপালী মুর্ম্মু, নুরুল ইসলাম হালদার ও অন্যান্য।

রজতাভ রায়:- :- চণ্ডীতলা ২ ব্লক সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির আহ্বানে কৃষক বাঁচাও ভারত বাঁচাও কর্মসূচি ও দিল্লীর বৃহত্তম কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে জনাই পঞ্চবটী থেকে আজ এক বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়। পঞ্চবটী, নহবতখানা, বাকসা সেখ পাড়া, ভূতদিঘী, মাধবপুর, খোঁড়াগড় হয়ে দত্তপুর পর্যন্ত প্রায় ১০ কি মি পথ পরিক্রমা করে। প্রায় ২৫০ কমরেড এই পদযাত্রায় অংশগ্রহণ করে। পদযাত্রার উদ্বোধন করেন সারা ভারত কৃষক সভা হুগলি জেলা কমিটির সম্পাদক কমঃ ভক্তরাম পান। পদযাত্রার শেষে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান জেলার কোষাধ্যক্ষ কমঃ রঘুনাথ ঘোষ ।এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাওয়া যায়।

জয়দেব ঘোষ- ১) অবিলম্বে ইন্ডিয়া জুট মিল এবং মাদুরা কোটস্ খোলার দাবিতে
২) শ্রমিক বিরোধী শ্রমিক আইনের বিরুদ্ধে
আজ সিপিআইএম শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মিছিল এবং ধর্মতলা মোড় অবরোধ..।।

জয়দেব ঘোষ- বাঁশবেড়িয়া শহর কংগ্রেসের প্রয়াত সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় দিলীপ দাসের স্মরণ সভার কিছু মূহুর্ত্ত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।