চিন্তন নিউজ ২৭/১১/২৩:- সংবাদদাতা অভিজিৎ ব্যানার্জী —- দলুয়াখাকিতে লুটপাট চালানো, বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও সর্বশান্ত মানুষের ক্ষতিপূরণের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। এই দাবীতে আজ জয়নগর থানা ঘেরাও ও ডেপুটেশন। উপস্থিত ছিলেন ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) – এর কেন্দ্রীয় কমিটি সদস্য কমঃ সুজন চক্রবর্ত্তী, কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য কমঃ সমীর লাহিড়ী, দঃ২৪পরগণার জেলা সম্পাদক কমঃ রতন বাগচী, বিশিষ্ট আইনজীবী কমঃ সায়ন ব্যানার্জ্জী সব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদদাতা সৌমিত্র মন্ডল — আজ বেগমপুর অঞ্চলে এসএফআই ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য কমরেড সায়ক ঘোষ ।উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব এসএফআই লোকাল কমিটির সম্পাদক কমরেড অয়ন চ্যাটার্জি,সহ সম্পাদক কমরেড সৌম্য দীপ নাইয়া । ১১ জনের কমিটি তৈরী হয়। সভাপতি কমরেড অভিজিৎ কয়াল,সম্পাদক কমরেড সূচনা মন্ডল, কোষাধ্যক্ষ কমরেড তানিয়া মণ্ডল নির্বাচিত হন।