চিন্তন নিউজ, ১৪আগস্ট,২০২৩- সংবাদ দাতা হাসিবুল– আগামীকাল ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে সি,আই, টি,ইউ পূর্বস্থলী ১ ও ২ এরিয়া সমন্বয় কমিটির ডাকে এক সভার আয়োজন করা হয়, পূর্বস্থলীস্টেশন বাজারে।গনতন্ত্র – ধর্মনিরপেক্ষতা, সংবিধান রক্ষা,শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, প্রভৃতি দাবী নিয়ে গন অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীর মজুমদার। বক্তব্য রাখেন সিটুর জেলা সম্পাদক তাপস চ্যাটার্জী, দয়াল ঘোষ,বীরেশ্বর নন্দী সহ অন্যান্য নেতৃত্ব।
সংবাদ দাতা– সাজিদ হোসেন , সি আই টি ইউ মেমারি ১পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির ডাকে আজ ১৪ই আগষ্ট স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র রক্ষা , দেশের ধর্ম নিরপেক্ষতা ,এ সমস্ত বিষয়
নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভার শুরুতে আদিবাসী গান পরিবেশন করেন বদ্রীনাথ হাঁসদা ও শিশু শিল্পী মৌমিতা সরেন । সভায় সভাপতিত্ব করেন বদ্রীচরন লাহা ।বক্তব্য রাখেন সিটুর নেতৃত্ব সুকান্ত কোঙার ও শশধর মিস্ত্রী। পরে গান পরিবেশন করেন শিল্পী সুতপা রায়,আবৃত্তি পরিবেশন করেন মৈত্রী সিংহরায় এবং শ্যামল বিশ্বাস।