জেলা

হরিণের শিং উদ্ধার জলপাইগুড়িতে


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:২৮ নভেম্বর:-
জলপাইগুড়ি, শিলিগুড়ি :– মালবাজার, গজলডোবার রাস্তা ধরে প্রায়সই দুস্প্রাপ্য বন্যপ্রাণ, কাঠ সহ বিভিন্ন চোরাই মাল ধরা পড়ে জলপাইগুড়ি জেলার ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারদের হাতে।

এবার চোরাকারবারিদের বিরুদ্ধে আবারো সাফল্য পেল বনদপ্তর। সোমবার রাতে ক্রেতা সেজে বনদপ্তরের কর্মীরা কিনতে যান হরিণের শিং। বনদপ্তরের কাছে আগে থেকেই গোপন সুত্রে খবর ছিল ওই এলাকায় হরিণের শিং হাত বদল করবে কিছু চোরাকারবারি। অবশেষে ক্রেতার ছদ্মবেশে ৬ টি হরিণের শিং সহ দুজনকে গ্রেফতার করেছে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা।

  বনদপ্তর সূত্রে জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার রাতে রাজগঞ্জ ব্লকের ফাঁড়াবাড়ি নেপালি বস্তি থেকে ৬টি হরিণের সিং উদ্ধার করা হয়। এক একটি হরিনের শিং প্রায় দুই থেকে আড়াই ফুট লম্বা। হরিণের শিং পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে। ঘটনার তদন্ত শুরু করছে বনদপ্তর।।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।