জেলা

শতবর্ষে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলা


অনুপম মিশ্র, চিন্তন নিউজ, ১১ অক্টোবর: শতবর্ষে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ঐতিহাসিক সন্ধিক্ষণে এক ইতিহাস সৃষ্টি করলেন মুর্শিদাবাদ জেলার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকাগণ। এই অতিমারির প্রাক্কালে ৭৩ জন শিক্ষক শিক্ষিকা রক্তদান করলেন। প্রতি বছরই রক্তদান কর্মসূচি পালন করা হয় এই সংগঠনের পক্ষ থেকে। কিন্তু এই বছর ব্লাড ব্যাংক গুলির অসহায়তা যখন চরম, তখন এই রক্তদান কর্মসূচি যথেষ্টই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই সাধারণ মানুষ মনে করছেন।

এই কর্মসূচির উদ্বোধন করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্পাদকমন্ডলির সদস্য কমরেড মহঃ সবূর আলি। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক কমরেড দুলাল দত্ত ও জেলা সভাপতি কমরেড জুলফিকার আলী মহাশয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।