জেলা

হাওড়ার টুকরো খবর—


চিন্তন নিউজ-সংবাদদাতা দেবাশিস কারক- জানাচ্ছেন সকলের জন্য শিক্ষা ও শিক্ষান্তে কাজ,

স্বাস্থ‍্য পরিকাঠামোর উন্নতি ও সকলকে স্বাস্থ্য পরিষেবা এবং তার সরকারি ব্যবস্থায় সম্পুর্ন বিনামূল্যে, সাথে বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রর বিশাল অঙ্কের বিলের ওপরে সরকারি নিয়ন্ত্রণ করতে হবে,

বিদ্যুতের বেলাগাম বিল বাড়ানো চলবে না,

লাভজনক রাষ্ট্রায়ত্ব সংস্থায় বেসরকারিকরণ করা চলবে না

আয়করের আওতায় যারা পড়েনা তাদের অন্ততঃ ছয় মাস ৭৫০০/- করে পরিবার পিছু দিতে হবে

এপিএল বিপিএল না দেখে মাথা পিছু ১০ কিলো করে চাল/গম খাদ্য সামগ্রী দিতে হবে

এই সব দাবি নিয়ে ১৭/৯ – ২২/৯ পর্যন্ত অঞ্চল ভিত্তিক যে কর্মসূচি চলছে, তারই অঙ্গ হিসেবে সিপিআই(এম) জগৎবল্লভপুর এরিয়া কমিটির আহ্বানে খাঁদারঘাটে আয়োজিত হল এক প্রতিবাদ সভা।

সংবাদদাতা–কাকলি চ্যাটার্জী র রিপোর্ট:- রক্তদান মানেই জীবন দান- এই কথা মাথায় রেখে ভারতের ছাত্র ফেডারেশনের সক্রিয় সহযোগিতায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন শ্যামপুর ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড শ্যামসুন্দর রায়, শ্রীকুমার সরকার ও প্রসাদ ঝুলকির স্মরণে গোবিন্দপুর রথতলা প্রাঙ্গণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ৫ জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।