জেলা

দঃ২৪পরগনা জেলা সংবাদ


চিন্তন নিউজ ১৯/১১/২৩:- প্রতিবেদনে অভিজিত দাসগুপ্ত — জয়নগর দলুয়াখাকি গ্রামে তৃণমূল দুস্কৃতিদের হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সিআইটিইউ সোনারপুর পশ্চিম এরিয়া কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আজ তেঁতুলতলা থেকে মহামায়াতলা পর্যন্ত অর্থ সংগ্রহ করা হয়। অংশগ্রহণ করেন সিআইটিইউ নেতা ও এরিয়া কোঅর্ডিনেশন কমিটির আহ্বায়ক গৌতম দত্ত, গণ আন্দোলনের নেতা কল্লোল দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের ২য় শ্রমজীবী মহিলা কনভেনশন অনুষ্ঠিত হয় বারুইপুর সিআইটিইউ জেলা দপ্তরে কমরেড শ্যামাপ্রসাদ রায় নগর ও কমরেড অঞ্জু দাস চ্যাটার্জী মঞ্চে। কনভেনশনের শুরুতে সিআইটিইউর রক্ত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন সারা ভারত নির্মাণ কর্মী ফেডারেশনের সর্বভারতীয় নেত্রী সোনালী দাসশর্মা। উদ্বোধন করেন সিআইটিইউ দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি সভাপতি দীপঙ্কর শীল। খসড়া প্রতিবেদন পেশ করেন ও জবাবী ভাষণ দেন দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক অলোক নস্কর। আলোচনায় অংশগ্রহণ করেন মোট ৯ জন প্রতিনিধি। জেলার বিভিন্ন ব্লক থেকে শ্রমজীবী নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ৫৫ জন মহিলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা বর্তমান সময়ে তাদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরেন। কনভেনশন থেকে সমকাজে সমান মজুরি, ৫৫ উর্ধ্বে মহিলা নির্মাণ কর্মীদের ১০০০০ টাকা পেনশন, কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে, নির্মাণ শ্রমিকদের জন্য উৎসব ভাতা চালুর দাবিসহ ১৪ দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রস্তাব পাস হয়। ইলা দত্তকে আহ্বায়ক করে ২১ জন শ্রমজীবী নির্মাণ মহিলা টিম গঠিত হয়। ইলা দত্ত, অনিতা মন্ডল, নুরবানু মোল্লা, জয়ন্ত পাত্র, ইউসুফ মোল্লা এই পাঁচজনের সভাপতিমন্ডলী কনভেনশন পরিচালনা করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।