জেলা

সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত সরকারের অপসারণ এর দাবিতে অবস্থান কর্মসূচী জলপাইগুড়ির বিভিন্ন স্থানে


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:জলপাইগুড়ি,২৫ শে জুলাই:- দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের অপসারণের দাবিতে, এসএসসি দুর্নীতির দায় নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই দাবি জানিয়ে, টেট এসএসসি সহ বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত সমস্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে জলপাইগুড়িতে অবস্থান কর্মসূচি করল বৃহত্তর বাম ঐক্য। সোমবার বিকালে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোরে দীর্ঘক্ষণ এই অবস্থান কর্মসূচি চলে। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিপিআই নেতা রণগোপাল ভট্টাচার্য, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল, সি পি আই এম এল এর পক্ষে সুভাষ দত্ত, শিক্ষক নেতা তথা সিপিআইএম জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য বিপ্লব ঝা, আরএসপির কৃষক ফ্রন্ট এর নেতৃত্ব বিনয় বর্মন, পার্টির জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য, জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য সহ- অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক সময়ে যখন একের পর এক টেট এসএসসি দুর্নীতিতে তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম উঠে আসছে তখন থেকে নয়, ২০১৪ সাল থেকে টেট এসএসসি দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় লড়াই করার পাশাপাশি চাকরি প্রার্থীদের আন্দোলনের সাথে বিভিন্ন আন্দোলনে বামপন্থী শক্তি তাদের সাথে থেকেছে। চাকরি প্রার্থীদের হয়ে বামফ্রন্টের রাজ্যসভার সংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই এসএসসি দুর্নীতির তদন্ত করছে সিবিআই আর সেই তদন্তের রেস ধরেই মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার করেছে ই ডি। রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তার বান্ধবীর ঘরে প্রায় ২২ কোটি টাকা ও বৈদেশিক মুদ্রা লুকিয়ে রেখেছে এসএসসি পেটে এত ছেলে মেয়ের লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি হলো আর এটুকু টাকা বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হল এটা হতে পারে না।, এটা শুধু হিমশৈলের চূরা মাত্র আমরা জানি এভাবে অবৈধ ভাবে রাশি কৃত টাকা বিভিন্ন সময় এমএলএ, এমপি, গ্রাম পঞ্চায়েত ,জেলা পরিষদ সদস্য দের কিনতে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। টালির চালের ঘর খুঁজলে আরো অনেক কিছু বেরোবে তৃণমূলের নেতাদের গৃহপালিত পোষ্য দের নামেও নাকি ফ্ল্যাট রয়েছে এই তথ্য উঠে আসছে। সিবিআই, ইডি কিছুদিন তদন্ত করবে আবার সব ধামাচাপা পড়ে যাবে। অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিৎ আর তা না হলে জেলা জুড়ে রাজ্যজুড়ে তীব্র আন্দোলনের পথে নামবে বামপন্থীরা।
মুদ্রারাক্ষসের ক্রীতদাস হবেন? শীর্ষক লিফলেট অবস্থান কর্মসূচিতে বিলি করা হয় পথ চলতি মানুষকে।।

আজ শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় ময়নাগুড়ি শহরে মিছিল করেন পার্টি কর্মীরা, জেলার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরে রবিবার সন্ধ্যায় দীর্ঘকালীন পথসভা অনুষ্ঠিত হয় সিপিআইএমের উদ্যোগে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।