সুশোভনা সরকার;-চিন্তন নিউজ,২৬শে জুলাই
আজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাদবপুর ইউনিভাৰ্সিটি কৰ্মচারী সংসদের একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সদস্যরা তাদের কর্মক্ষেত্রে সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরেন। কেউ হয়তো 15 বছর প্ৰমোশন পায়নি আবার কাউকে লোকের অভাবে অনেকের কাজ একা করতে হচ্ছে । সবার ক্ষোভ নিয়ে আলোচনা হলো। সংগঠনের নেতৃবৃন্দ সদস্যদের পাশে দাঁড়িয়ে লড়াই আন্দোলন চালানোর ঘোষণা করেন।
শঙ্খ ব্যানার্জি জানিয়েছেন আনিস খান হত্যার প্রতিবাদে ও সুবিচার চেয়ে হাওড়া ময়দানে বিবেকানন্দের মূর্তির কাছে অবস্থানের আজ চতুর্থ দিন। আজ হাওড়ায় ,ভারতীয় গণনাট্য সংঘ – জগৎবল্লভপুর শাখার পক্ষ থেকে – অবস্থান মঞ্চে প্রতিবাদ নাটক , গান ও আবৃত্তি উপস্থাপন করা হয়। উপস্থিত ছিলেন আনিস খান এর বাবা সালেম খান।