বিপ্লব সেন: চিন্তন নিউজ:২৯শে এপ্রিল:- আলুয়াবাড়ি রেল স্টেশন সংলগ্ন রেললাইনের ধারেই ওরা থাকেন। রেললাইনের পাশে একটা ছোট মাঠের মতো জায়গায় আটটি তাঁবু। আটটি তাঁবুতে থাকে আটটি পরিবার। আদতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা হ’লেও বছরের অনেকটা সময় ওরা যাযাবরের মত ঘুরে বেড়ায়। তাঁবু ফেলে একেক জায়গায়। মধু সংগ্রহ করে বিক্রি করে। এভাবেই সংসার চলে। আটটি পরিবারে একেবারে দুধের শিশু থেকে শুরু বছর পনেরোর কিশোরী, ১৭ জন প্রাপ্ত বয়স্ক, মোট প্রায় পঁচিশ জন মতো সদস্য। ইসলামপুরে ঘাঁটি গাড়ার পরেই লকডাউন। ব্যাস আয় বন্ধ। খাবারের সংকট। ইতিমধ্যে দু’একটি সংস্থা ওদের চাল, ডাল ইত্যাদি দিয়ে সাহায্য করলেও সেটাও এখন শেষ। গত দুদিন ওদের এ বাড়ি ও বাড়ি খাবারের জন্য ঘুরতে থেকে ডিওয়াইএফআই জেলা নেতৃত্ব গৌতম বর্মন ও তার স্ত্রী বিজ্ঞান আন্দোলনের নেত্রী শ্রাবন্তী কর্মকার গতকাল বিকালে সোজা গিয়ে হাজির হয় ওদের ডেরায়। ওদের খোঁজ খবর নিয়ে বাচ্চাদের জন্য বিস্কুটের প্যাকেট হাতে দিয়ে চলে আসে। যোগাযোগ করেন বস্তি উন্নয়ন সমিতির নেতা ফিরোজ আহমেদের সাথে। বস্তি উন্নয়ন সমিতির কমিউনিটি কিচেন চলছে গত একমাস ধরে। আজ দুপুরে গৌতম, ফিরোজ, সুজন সহ সিপিআইএম নেতা বিকাশ দাস রান্না করা খাবারের প্যাকেট নিয়ে পৌছায় ওই আট পরিবারের কাছে।
আজকের দুপুরের আহার তো বটেই যতদিন লক ডাউন চলবে বস্তি উন্নয়ন এর রান্না ঘর থেকে প্যাকেট করা খাবার প্রতিদিন দু’বেলা ভ্যানে করে ওদের হাতে পৌছে দেবেন সংগঠন এর স্বেচ্ছাসেবকরা। দুবেলা খাবারের নিশ্চয়তা মেলায় স্বভাবতই ওরা খুশী। শিশু কোলে মায়ের মুখের হাসি দেখে তৃপ্ত সংগঠন ও পার্টির নেতৃত্বও।
