জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-৯ই জানুয়ারি:- দেবারতি বাসুলীঃ-প্রবীণ কমরেড বাসুদেব ইন্দ্র, রেড ভলিন্টিয়ারস কানাইপুর-নবগ্রামের সদস‍্য সুদীপ্ত চক্রবর্তী ও রেড ভলিন্টিয়ারস কোন্নগরের সদস‍্য অর্নব দাসের হাতে (৩০০০+৩০০০) =৬০০০/- টাকার চেক তুলে দিলেন গরীব মানুষদের সাহায‍্যের জন‍্য। উপস্থিত ছিলো কানাইপুর রেড ভলিন্টিয়ারসের পক্ষে কিশলয় ঘোষ এবং কোন্নগরের রেড ভলিন্টিয়ারস সুফল সেনগুপ্ত ও স্বর্নাভ দত্ত। কমরেড বাসুদেব ইন্দ্রের কন‍্যা মনীষা দাসসহ, পরিবারের সকল সদস‍্য উপস্থিত ছিলেন।

ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন তেলিনিপাড়া ৪ নং ইউনিট কমিটির উদ্দ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল।

সোমনাথ ঘোষঃ-শিয়াখালা বাজার সংলগ্ন ভট্টাচার্য ও মাঝি পাড়ায় কৃষক সভার সভ্য সংগ্রহের কাজ চলছে।উপস্থিত আছেন কমরেড সোমনাথ ঘোষ, কমরেড তপন ব্যানার্জী সহ অন্যান্যরা।

জয়দেব ঘোষঃ-শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক দ্বিতীয় সম্মেলন উপলক্ষে শহীদ গোপীনাথ সাহা মার্কেট এলাকায় গণ-অর্থসংগ্রহ অভিযান ও প্রচারপত্র বিলি। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য নেতা কমরেড মিঠুন চক্রবর্তী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।