জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংবাদ


চিন্তন নিউজ ২৫/৭/২৩– চন্দনা বাগচীর প্রতিবেদন — জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে ৩জন মহিলাকে গণধর্ষণ, দেশ এবং রাজ্যে লাগামহীন নারীনির্যাতনের প্রতিবাদে আজ ছাত্র /যুব /মহিলা বাটা -মহেশ তলা আঞ্চলিক কমিটির ডাকে নুঙ্গী মোড়ে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন মহিলা নেত্রী মোনালিসা সিনহা, চন্দনা বাগচী শিলা চক্রবর্তী, যুব নেতা দিবাকর ব্যানার্জী, সভায় সভাপতিত্ব করেন ডালিয়া বসু। সভা শেষে মোদির কুশপুতুল দাহ করা হয়।

সুশান্ত ঘোষের প্রতিবেদন সোনারপুর মধ্য —
সিপিআইএম সোনারপুর মধ্য এরিয়া কমিটির পক্ষ থেকে বিজেপি শাসিত মণিপুরে আদিবাসী মহিলাদের উপর ধর্ষণ ও অত্যাচার, প্রায় তিন মাস ধরে চলছে, গরীব আদিবাসী দের বাড়ী জ্বালিয়ে দেয়া হয়েছে। চলছে জাতিদাঙ্গা। প্রায় মানুষ এতিমধ্যেই খুন হয়েছে। ডাবল ইঞ্জিন এর সরকার থাকা সত্ত্বেও এই সন্ত্রাস, দাঙ্গা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই অবিলম্বে মনিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর দাবী, দোষী ব্যাক্তিদের উপযুক্ত শাস্তির দাবীতে এক মিছিলের আয়োজন করা হয়, এরিয়া কমিটির অফিস থেকে সোনারপুর বাজার পর্যন্ত। এই মিছিলে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক উদয়ন সরকার, জেলা কমিটির সদস্য দীপঙ্কর শীল, অমল বৈদিক, এরিয়া কমিটির সদস্য সুশান্ত ঘোষ প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।