চিন্তন নিউজঃ জয়দেব ঘোষঃ-কোন্নগরের চটকল এলাকায় (কোন্নগর পৌরসভার ৩ নং ওয়ার্ড) একজন দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত দোষীদের এবং যারা এই ঘটনার অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে তাদের শাস্তির দাবিতে ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি কোন্নগর ও কানাইপুর-নবগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে বিক্ষোভ। কোতরং হিন্দমোটর এরিয়া কমিটির অন্তর্গত ৩ নং শাখায় লেনিনের জন্মদিবস পালন করা হল। ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি রেড ভলেন্টিয়ার্স টিমের পক্ষ থেকে আজ ২২/০৪/২২” রেড ভলেন্টিয়ার্স ” দিবসে বাঁশবেড়িয়া গণেশ ঘাটে স্বাস্থ্য পরীক্ষা এবং মরণোত্তর দেহ ও চক্ষুদান অঙ্গীকার শিবির। দুঃসময়ে এরাই ছিলো!আজ ২২শে এপ্রিল “রেড ভলান্টিয়ার্স ডে” ।বালির মোড়ে (হুগলী) আজ সংক্ষিপ্ত অনুষ্ঠান। সরস্বতী বৈরাগী রাস্তায় পড়ে ছিলেন খুব অসুস্থ অবস্থায়। ওনাকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করেন ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের শুভ্রা দি , Sandip Singha সহ আরো কয়েকজন মিলে। উনি ঠিকভাবে বাড়ির ঠিকানাটাও বলতে পারছেন। ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি রেড ভলেন্টিয়ার টিমের পক্ষ থেকে ওনার প্রয়োজনীয় সামগ্রী এবং যে দুজন ওনার পরিচর্যা করছেন তাদের সামান্য পারিশ্রমিক রেডভলান্টিয়ার্সরা দিয়ে আসলেন।
দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুন সরস্বতী বৈরাগী।
বৈদ্যবাটি এরিয়া কমিটিঅফিসে লেলিনের প্রতিকৃতি তে মাল্যদান ও শ্রদ্বাযাপন অনুষ্ঠান। সম্প্রতি কোন্নগরে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ কোন্নগরে মিছিল, অবরোধ, পুলিশ ফাঁড়ি ঘেরাও। উপস্থিত ছিলেন SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রতীক উর রহমান সহ রাজ্যের অন্যান্য ছাত্র যুব নেতৃত্ব।
তিলক ঘোষঃ-আজকে কামারপুকুর লাহাবাজার বিজয় কৃষ্ণ মোদক ভবনে কমরেড লেনিনের জন্ম দিন পালন করা হল।সুচনা পর্বে পূষ্পার্ঘ্য নিবেদন।তারপর আলোচনা সভা হয়।সভাপতি তারাপদ সেনগুপ্ত।বক্তব্য রাখেন দেবু চ্যার্টাজী, তিলক ঘোষ।উপস্থিত ছিলেন শ্রীকান্ত চক্রবর্তী,, নারায়ন ধাড়া,আজিজুল হক,বিপত্তারন পন্ডিত, শিবনাথ ব্যানার্জী অসিম মন্ডল কানু মালিক সহ জনা তিরিশেক কর্মী।