জেলা রাজ্য

আমেরিকায় বর্ণবিদ্বেষ বিরোধী লড়াইকে সংহতি জানিয়ে রামপুরহাট এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই কর্মসূচি


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:২রা মে:- আজ রামপুরহাট পাঁচমাথা মোড়ে ,আমেরিকায় বর্ণবিদ্বেষ বিরোধী লড়াইকে সংহতি জানিয়ে রামপুরহাট এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই কর্মসূচি

প্রসঙ্গত গত ২৫ মে, ২০২০, আমেরিকার মিনেসোটা অঙ্গ রাজ্যের মিনোপোলিশ শহরে শ্বেতাঙ্গ পুলিশ নির্মম ভাবে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা করে। বর্বরতার নিদর্শন, নারকীয়ভাবে। জর্জ ফ্লয়েড নৃশংস হত্যার প্রতিবাদে সারা আমেরিকা উত্তাল হয়ে উঠেছে। নিন্দা হচ্ছে দুনিয়া জুড়ে। বীরভূম জেলার রামপুরহাট, বোলপুর, কীর্নাহার, সিউড়ি সহ বিভিন্ন স্থানে প্রতিবাদে নেমেছে এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই।

রামপুরহাটের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ‌আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং, রানা লেট, আফতাব হোসেন, তুষার মন্ডল, সৌগত হাজরা, ইউসুফ আলী, জান্নাতুল মির্জা সহ ছাত্র যুব নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।