লাল্টু ঘোষ: চিন্তন নিউজ:২রা জুন:-নিজের ঢাক নিজে পেটানোয় পারদর্শী নবান্নদেবীকে আর রাজ্যবাসী বিশ্বাস করেন না। কখনও তিনি মিথ্যা ভাষণে ব্যস্ত কখনও বা নিজের মুন্ডু কাটার নিদান দিচ্ছেন। পরিযায়ীদের ফিরিয়ে এনে কাজ দেওয়া বা ১০০ দিনের কাজের গতি বাড়ানো অথবা লকডাউনে ক্ষতিগ্ৰস্তদের পাশে দাঁড়ানো কোনো কথাই আজ আর কারো মনে রেখাপাত করে না।
কথায় আছে বন্ধু চেনা যায় বিপদের দিনে। দু মাসেরও বেশি সময় কর্মহীন, দুঃস্থ পরিবারগুলোর সুখে দুঃখে, সময়ে অসময়ে নিরলসভাবে সহযোগিতা করে চলেছে। লকডাউন প্রায় শেষ কিন্তু তবুও সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির বেতড় শাখার উদ্যোগে এলাকাবাসীর চাহিদাকে সম্মান জানিয়ে শুরু করলো ‘মানুষের রান্নাঘর।’ প্রথম দিনেই ১২০০ এর বেশি মানুষের হাতে তুলে দেওয়া হল দুপুরের রান্না করা খাবার। উপস্থিত ছিলেন হাওড়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সুমিত্র অধিকারী।