জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংবাদ ,


চিন্তন নিউজ ১১/১০/২৩:- বারুইপুরে দুই প্রতিনিধি অভিজিত দাসগুপ্ত এবং সৌমিত্র মন্ডল এর প্রতিবেদন :— আজ দক্ষিণ২৪ পরগণা বিড়ি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা শ্রম দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কমরেড বিমান সান্যাল,জেলা সম্পাদক কমরেড সজল চক্রবর্তী,সভাপতি প্রসেনজিৎ করপ,কোষাধ্যক্ষ কমরেড সৌমিত্র মণ্ডল,জেলা সদস্য সমীর সরদার,দেবাশীষ ঘোষ,পূর্ন শিট,রাফিয়া বেগম,রব্বানী লস্কর।উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪পরগণা জেলা সিআইটিইউ সভাপতি কমরেড দীপঙ্কর শীল,সম্পাদক কমরেড দেবাশীষ দে।

অপরদিকে সোনারপুর থেকে আমাদের প্রতিনিধী সুশান্ত ঘোষের প্রতিবেদন :—-
কেন্দ্রের বি জে পি সরকারের তদন্তের নামে সাংবাদিকদের উপর বিনা কারনে গ্রেপ্তার ,হত্যা ,দলিত সংখ্যালঘু মানুষদের উপর মধ্যযুগীয় বর্বরতার মতো দমন পীড়ন অত্যাচার সহ বিভিন্ন জন বিরোধী নীতির প্রতিবাদে সোনারপুর সাঃস্কৃতিক কর্মী সমন্বয় কর্মী মঞ্চের পক্ষ থেকে সোনারপুর মোড়ে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা।প্রধান বক্তা ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ শূর। এ ছাড়া বক্তব্য রাখেন লেখক ,অভিনেতা সুবক্তা চয়ন ভট্টাচার্য ,লেখক ও সাংবাদিক হরিলাল নাথ ,গণ আন্দোলনের নেতা উদয়ন সরকার ,অরিন্দম মুখার্জী ,দেশকাল সঙ্গঠনের পক্ষ থেকে প্রবীর মজুমদার ,সঙ্গঠনের সম্পাদক ভাস্কর মুখার্জী।সভাপতিত্ব করেন সুশান্ত মুখার্জী।সঙ্গীত পরিবেশন করেন দেশকাল সংগঠনের শিল্পীরা।সভায় ব্যাপক জনসমাগম ছিল।

জেলার আর এক প্রতিনিধি অভিজিত ব্যানার্জীর প্রতিবেদন :—- প্রিপেড স্মার্ট মিটার বিরোধী গন কনভেনশন কুলপি বাজারে।উপস্থিত আছেন দঃ২৪ পরগণার জেলা সম্পাদক কমঃ শমীক লাহিড়ী , সি.আই.টি.ইউ দঃ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তিলক কানু্ঙ্গো সহ অন্যান্য নেতৃবৃন্দ। কাকদ্বীপ এরিয়া কমিটির উদ্যোগে ১০ই অক্টোবর, ২০২৩ প্রিপেড ডায়নামিক স্মার্ট মিটার বিরোধী গন কনভেনশন কাকদ্বীপ বাজারে। দানবীয় প্রিপেইড স্মার্ট মিটার বাতিল ও বজবজ লোকাল সব বাতিল ট্রেন চালুর দাবিতে এবং রেলযাত্রীদের অভিনন্দন জানিয়ে আজ বাটা মহেশতলা এরিয়া কমিটির ডাকে নুঙ্গী স্টেশনে অবস্থান ও সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রভাত চৌধুরী, শুভাশিস মজুমদার, রাজা মিত্র, মানস রায়, উজ্জ্বল বোস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।