জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:১১/১০/২০২৩:- জয়দেব ঘোষঃ-জাঙ্গীপাড়া থানা ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে আজ রেগা দিবস পালন করা হ’ল। অমল সিংহরায় ভবন থেকে মিছিল শুরু করে রেগা দিবসের তিনটি মূল দাবি ও স্মার্ট মিটারের বিরুদ্ধে জাঙ্গীপাড়া থানার সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সুদীপ্ত সরকার, তপন রায়, মানস চ্যাটার্জী। সভাপতিত্ব করেন হরপ্রসাদ সিংহরায়।

সোমনাথ ঘোষঃ-হুগলীর চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভা এলাকার শিয়াখালা অঞ্চল কৃষক সমিতির ২৭ তম সম্মেলন দক্ষিণ শিয়াখালা কোলেপাড়ায় পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মধ্য দিয়ে শুরু হয় । গ্রামে মিছিল করে এসে আলুর শেড এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সহ সভাপতি ও হুগলী জেলা কৃষক সভার সভাপতি কম ভক্তরাম পান ।
অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ব্লক কৃষক সভার সম্পাদক কম সোমনাথ ঘোষ ।
সভাপতিত্ব করেন কম সনৎ বাগুই।
সম্মেলন থেকে নবনির্বাচিত সদস্য ও লড়াই করা প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
কম কিশোর ভট্টাচার্য্য সভাপতি ও কম বিশ্বজিৎ মাজিকে সম্পাদক করে ২৫ জনের কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন কম রঘুনাথ ঘোষ, কম অশোক নিয়োগী, সন্তোষ ঘোষ কম পুষ্প পাত্র সহ অন্যান্য নেতৃত্ব ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।