রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৮ই জুলাই. মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্যসম্পদ্কে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন– মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে। বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করেই মানুষের সমাজে আজ এত অভিসম্পাত। লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতিকে ডেকে এনেছে; বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই সে নির্মূল করেছে। বিধাতার যা-কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্মৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে”।।
বাস্তবতাকে লুকিয়ে মানুষ আজ যেখানে যন্ত্রমানব সেখানে কোথাও গিয়ে হয়তো অতৃপ্তির স্বাদ ভুলতে আমরা হাতড়ে মরি পরশ পাথর। যা হল মৃদু শীতল বাতাস, ও সুনিবিড় বৃক্ষ রাজির তলদেশে একটু জিরিয়ে নেওয়া। তাতেই বোধহয় ক্লান্তি হরা শান্তি। নাগরিক কুশ্রীতার প্রভাব থেকে আজ মুক্ত নয় গ্রাম বাংলাও। “পরিবেশকে তার নিজের অবস্থা ফিরিয়ে দাও” এই স্লোগানকে সামনে রেখে মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী, পরিবেশপ্রেমী তথা পেশায় স্কুলশিক্ষক সৌগত রায় এর উদ্যোগে তাঁর গ্রামের প্রায় ১২০টি পরিবারের হাতে আজ আম গাছের চারা তুলে দেওয়া হলো অরণ্য সপ্তাহে I উপস্থিত ছিলেন – রামপুরহাট পৌরসভার বিদায়ী কাউন্সিলর তথা সিপিআইএম নেতা কম: সঞ্জীব মল্লিক,বীরভূম জেলার ডিওয়াইএফআই সভাপতি অমিতাভ সিং, এবিপিটিএ এর নেতৃত্ব আনাল হক, অধ্যাপক সুকৃত মন্ডল প্রমুখ I
