জেলা

হুগলি জেলা নিউজ


নিজস্ব সংবাদদাতা:- চিন্তন নিউজ:::— ১৫ ই মার্চ—– হুগলি জেলার কিছু কথা- চুঁচুড়া বিধানসভা এলাকার মানুষ এখানকার ভূমিপুত্র কেই চায়। ডাঃ প্রনব ঘোষ , গরীবের প্রকৃত বন্ধু সারাটা বছর প্রায় বিনা অর্থে চিকিৎসা ব্যবস্থা করেন। আজ প্রার্থীকে নিয়ে প্রচারের বল নামলো ব্যান্ডেল বাজার মোড়ে। আবার ত্রিবেনী অঞ্চলে প্রার্থী পবিত্র দেব কে নিয়ে মিছিল সংগঠিত হয়। আজ চন্ডীতলা বিধানসভায় সংযুক্ত মোর্চার সি পি আই (এম) প্রার্থী কমরেড মহম্মদ সেলিম ভগবতীপুর বাজারে প্রচার করছেন । কমরেড দেবব্রত ঘোষ ও কমরেড ভক্তরাম পান প্রচারে আছেন। মানুষের মধ্যে বিপুল উৎসাহ।এগিয়ে এসে কমরেড সেলিমদার সাথে মিলিত হচ্ছেন।

-আজ প্রয়াত কমরেড প্রশান্ত বসু রায় (বাবুদা) স্মরণ সভায় স্মৃতিচারন করছেন কমরেড মহম্মদ সেলিম। কমরেড দেবব্রত ঘোষ ও কমরেড ভক্তরাম পান কমরেড আজিম আলিসহ অন্যান্যরা স্মৃতিচারণা করেন।সভাপতিত্ব কমরেড স্বপন বটব্যাল ।কুমিরমোড়া ষষ্টীতলায় এই শোক সভা অনুষ্ঠিত হয়।

আবার চন্ডীতলা ১নং এরিয়া কমিটির কুমিরমোড়ার কমরেড শ্যামল দত্ত গণশক্তি তহবিলের জন্য ৫০০০ (পাঁচ হাজার ) টাকা পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মহম্মদ সেলিমের হাতে তুলে দিলেন ।কমরেড দেবব্রত ঘোষ ও কমরেড ভক্তরাম পান উপস্থিত ছিলেন ।

আজ পাণ্ডুয়া কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম)প্রার্থী কমরেড আমজাদ হোসেনের সমর্থনে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পাণ্ডুয়া চক্রের দেওয়াল লিখন।চাকরির খাম চাই এইবার বাম চাই। তারকেশ্বর বিধানসভায় সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী কমঃ সুরজিৎ ঘোষের সমর্থনে ভান্ডারহাটীতে পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন চলছে।আজ সকালে সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমঃ মহঃ সেলিম প্রচারে । মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।