জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-গুরুদাস ব্যানার্জীঃ-আজ সিআইটিইউ হুগলী জেলা কমিটির কাউন্সিল সভা হিন্দমোটর দীনেন ভট্টাচার্য-র সভাগৃহে অনুষ্ঠিত হলো । জেলার ৪জন নির্বাচিত কাউন্সিলরকে সম্বর্ধনা দেওয়া হলো ।

দেবারতি বাসুলীঃ-আজ ইটেচুনা খন্যান গ্রাম পঞ্চায়েতে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন এবং সভা।সরকারি ঘর নাম নতিভুক্ত হওয়া সত্ত্বেও টাল বাহনা কেন।২)১০০দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। ২)এস সি ও এস টি সার্টিফিকেট আগে জমা সত্ত্বেও বিলম্ব কেন ইত্যাদি।

সুদীপ্ত সরকারঃ-জাঙ্গীপাড়া এরিয়া কমিটির অন্তর্গত কোতলপুর ১নং শাখার প্রবীণ সদস্য কমরেড অশ্বিনী ভৃমিজ গত ১৫ই ডিসেম্বর প্রয়াত হয়েছেন। আজ চাঁকপুর গ্রামের প্রয়াত কমরেডের বাস্তু সংলগ্ন মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হল। শুরুতেই কমরেডের প্রতিকৃতিতে মাল্যদান করেন শাখা সম্পাদক কমরেড দুলাল পাকড়ে, পরিবারের পক্ষ থেকে লক্ষী ভূমিজ, ভোলানাথ ভূমিজ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভায় স্মৃতিচারন করেন কমরেড সুদীপ্ত সরকার, কমরেড প্রভাত ঘোষাল, কমরেড তপন রায়,কমরেড মনোরঞ্জন মালিক, কমরেড নমিতা ভূমিজ। শোকপ্রস্তাব পাঠ করেন কমরেড গোবিন্দ মাঝি। সভাপতিত্ব করেন কমরেড অশোক দে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।