জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংবাদ


চিন্তন নিউজ ৫/১০/২৩
অভিজিৎ ব্যানার্জীর প্রতিবেদন :-
“জলের তলায় গোটা মহেশতলা”….
পৌর প্রশাসন প্রচন্ড রকমের উদাসীন। এমএলএ, এমপি ও ৩৫টি ওয়ার্ডেই তৃনমূল। এই ভয়াবহ পরিস্থিতির প্রতিকারের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে ? জানাতে হবে মহেশতলার মানুষকে। এখনই এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবস্থা না নিলে পরের বছর কোমর জল,তার পরের বছর গলা আর কয়েক বছর পর জলের তলায় ডুবতে হবে মহেশতলার মানুষকে। “এটা কোনো ভবিষ্যৎবাণী নয় এটাই অবধারিত বাস্তবতা”।

“চোর ধরো, জেল ভরো।” এই দাবীতে…
আজ সি.জি.ও কমপ্লেক্স অভিযান। উল্টোডাঙ্গা হাডকোর মোড় থেকে মিছিল। মিছিলে হাঁটলেন ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমঃ মহঃ সেলিম, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমঃ সুজন চক্রবর্ত্তী, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমঃ পলাশ দাস, কমঃ কল্লোল মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

চন্দনা বাগচী (বাটা -মহেশ তলা )
দিল্লীর মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় যন্তর মন্তর এর সামনে। সারা দেশ ব্যাপি মহিলাদের উপর মোদি সরকার যে সমস্ত রকম আক্রমনে নামিয়ে এনেছে তার প্রতিবাদ জানিয়ে AIDWA র বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।