জেলা

কলকাতা ও রাজারহাটের টুকিটাকি—


চিন্তন নিউজ: ৯ই সেপ্টেম্বর,২০২০:-সংবাদ দিয়েছেন দেবী দাস:-সি আই টি ইউ কসবা তিলজলার উদ‍্যোগে পিকনিক পার্ক লাল কুঠি অটো স্ট্যান্ডে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। এছাড়াও অক্সিজেন স্যাচুরেশন,পালস মাপা হয়। এইভাবে আগামী দিনেও এই কর্মসূচি চলবে।

সংবাদদাতা—মুস্তাকিম আহমেদ:- আজ উত্তর ২৪ পরগণা জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন ( C I T U) নেতৃত্বে সিডব্লিউ এফসি(C.W.F.C) রাজারহাট গোপালপুর কার্য্যালয়ে ডেপুটেশন দেওয়া হয় ১০ দফা দাবীর ভিত্তিতে। সরকারি সব বিধিনিষেধকে মান্যতা দিয়ে সফল ভাবে অনেক শ্রমিকের উপস্থিতিতে ডেপুটেশন সম্পন্ন করা হয়।
উপস্থিত ছিলেন কমঃ শুভজিৎ দাশগুপ্ত,আশীষ বিশ্বাস, তাপস মালাকার,তাপস মাঝি প্রমূখ। আজ ডেপুটেশন দেওয়া হোলো,আগামী দিন বৃহত্তর আন্দোলনের প্রতিজ্ঞা নিয়ে সকল কমরেড রা ডেপুটেশন সফল করলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।