জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংবাদ।


চিন্তন নিউজ ২৭/৮/২৩:অভিজিত দাসগুপ্তর প্রতিবেদন – নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবীতে আজ সোনারপুর দক্ষিণ এরিয়া কো -অর্ডিনেশন কমিটির (সি আই টি ইউ )ডাকে মাহিনগড় শাখায় শ্রমিকদের নিয়ে এক সভা হয়, এই সভায় বক্তা ছিলেন জেলা সিআইটিইউ নেতা তিলক কানুনগো। ধীরেন দাস কে আহ্বায়ক করে মোট ৬জনের একটি প্রস্তুতি কমিটি (মহিনগর ইউনিট )গঠন করা হয়।

অভিজিৎ ব্যানার্জী র প্রতিবেদন —
আজ শ্রমিক স্বার্থে সিআইটিইউ দঃ ২৪পরগনা জেলা কমিটির ডাকে ক্ষুদিরাম ভট্টাচাৰ্য শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রে (বারুইপুর, পদ্মপুকুর )-এ বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান কর্মসূচি চালানো হয় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।