জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:১৫/০৪/২০২৩:- রতন মন্ডলঃ-ব্যাণ্ডেল ৪নং ব্রাঞ্চের পার্টি সদস্য সঞ্জীব বিশ্বাস ( ৪৯ ) আজ দুপুরে নিজ বাসভবনে হঠাৎ প্রয়াত হন। সঞ্জীব বিশ্বাস ছিলেন প্রয়াত নীলরতন বিশ্বাস এর ছোটো ছেলে। সঞ্জীব ছিলেন ৪ নং ব্রাঞ্চের একনিষ্ঠ পার্টি সদস্য। পার্টির প্রতি তাঁর আনুগত্য ছিলো অপরিসীম।

রঘুনাথ ঘোষঃ- শুক্রবার সকালে হুগলীর চন্ডীতলা-১ ব্লকের শিয়াখালায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে ভারতীয় সংবিধানের জনক ড: বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ১৩৩ তম জন্মদিবস মর্যাদার সাথে পালন করা হয়। প্রথমে বাবাসাহেবের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের জেলা সভাপতি রঘুনাথ ঘোষ, ব্লক কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ মাজি, কৃষক সভার ব্লক সম্পাদক সোমনাথ ঘোষ, খেতমজুর ইউনিয়নের ব্লক সহ সম্পাদক লোকনাথ ঘোষ, যুব লোকাল কমিটির সম্পাদক শুভদীপ রায়, সি.আই.টি.ইউ. লোকাল কমিটির সদস্য বিশ্বজিৎ চ্যাটার্জী, এ.বি.টি.এ.-‘র পক্ষে তপন ব্যানার্জী প্রমুখ। দলিত, আদিবাসী, মহিলা ও সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য নিবেদিত প্রাণ ড: বি.আর. আম্বেদকরের কর্মজীবন, আদর্শ ও ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন রঘুনাথ ঘোষ।

সোমনাথ করঃ-ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটির অন্তর্গত নলডাঙা নারায়ণ পুরে পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে শুরু হলো দেওয়াল লিখন এর কাজ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।