চিন্তন নিউজ ৬/৮/২৩ —-অভিজিৎ ব্যানার্জী (বারুইপুর ) : — সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে লাগাম হীন সন্ত্রাস ভোট লুট এবং সবশেষে ভোট গণনা কেন্দ্রে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়ে, ভয় দেখিয়ে, জনগণের রায়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে, প্রশাসনকে কাজে লাগিয়ে নিজেদের পরাজিত প্রার্থীকে জয়ী ঘোষণা করে সেই সঙ্গে মনিপুর ও হরিয়ানায় বিজেপির সাম্প্রদায়িক তাস খেলার বিরুদ্ধে, এবং মালদায় নারী নির্যাতন সহ ভোট পরবর্তী সন্ত্রাস যেটা রাজ্য জুড়ে নামিয়ে এনেছে শাসক তৃণমূলের ঘাতক বাহিনী এর বিরুদ্ধে যুব ফ্রন্টের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে বারুইপুর অঞ্চলে, আজ এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন সবভারতীয় সম্পাদক (DYFI )হিমাংগ্নরাজ ভট্টাচাৰ্য, ও লড়াকু যুব নেত্রী মীনাক্ষী মুখার্জী। এছাড়াও ছিলেন অঞ্চলের বাম যুব সংঘঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য সাধারণ মানুষ।
অভিজিত দাসগুপ্ত (সোনারপুর পশ্চিম ):—-
আজ সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির ডাকে লস্করপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা ও আসন্ন ২০২৪সালে লোকসভা নির্বাচনে বামপন্থীদের ভূমিকা বিষয়ে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন সি পি আই (এম ) রাজ্য কমিটির সদস্য রাহুল ঘোষ, জেলা কমিটির সদস্য কমল গাঙ্গুলী এবং এরিয়া কমিটির সম্পাদক কল্লোল দাস। এই সভায় সভাপতির আসনে ছিলেন এরিয়া কমিটির সদস্য গৌতম দত্ত।