জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ: ০৬/০৮/২০২৩:- সিদ্ধার্থ গুহঃ- ১১আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন ডানকুনি ইউনিট,ভারতের যুব ফেডারেশন মৃগলা ২নং ইউনিট এবং সারা ভারত মহিলা সমিতি ডানকুনি ৩নং ইউনিটের উদ্দ্যোগে আজ ডানকুনি শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ হাইস্কুলে ক্ষুদিরাম বসুর এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ২০০জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করেন।এই প্রতিযোগিতাকে ঘিরে ডানকুনি পৌর অঞ্চল ও তার সংলগ্ন অঞ্চলের ছাত্র ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়।

অভিজিৎ সেনঃ- সি পি আই এম চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির ১৬ নং ওয়ার্ডের ১৩ নং শাখা এলাকার বিভিন্ন অঞ্চলে মশার লার্ভা নিরোধক তেল স্প্রে করা ও ব্লিচিং পাউডার দেওয়া হয় । উপস্থিত ছিলেন সি পি আই এম চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক শংকর পিনাকী চক্রবর্তী । এলাকার নাগরিক দের সচেতন করতে সতর্কতা মূলক প্রচার করা হয় পার্টির পক্ষ থেকে ।

সৈকত শোনঃ-আজ পিএসপি-টি ত্রিবেনী ইউনিটের দ্বিপাক্ষিক চুক্তির প্রাথমিক কাজ সম্পন্ন হল। তিনটি operative Union ও ITC managementমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এবারের চুক্তির বৈশিষ্ট্য একেবারে সঠিক সময় চুক্তি সম্পন্ন হল। দীর্ঘ চার মাস আলোচনা চলেছে ।ফ্যাক্টরি আধুনিককরণের কাজ প্রায় শেষ। কিছু মেশিন বাতিল ,এসেছে নতুন মেশিন।
আইটিসি পিএসপিডি ইউনিট আর সিগারেট পেপার তৈরি করবে না। এখন থেকে শুধুই ডেকর (Decor paper used to create quality finishes on wooden materials) পেপার। শ্রমিক সংকোচন নীতি অনেক লড়াই করেও কিছুটা মানতেই হলো। যদিও কোন শ্রমিক কাজ হারাবেন না।
শ্রমিকদের মজুরি বাড়লো প্রায় মাসে ১০৭০০/- । সুযোগ-সুবিধা ও যথেষ্ট বৃদ্ধি পেল। win win situationএ চুক্তি সম্পন্ন হলো বলা যায়।

দেবারতি বাসুলীঃ- নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৫৬ তম সম্মেলন আজ অনুষ্ঠিত হল বৈদ্যবাটি বিদ্যানিকেতন স্কুলে, সমরেশ মজুমদার নগর ও মহম্মদ আলম মঞ্চে। সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রাক্তন সম্পাদক ও সভাপতি কমরেড নরেন দে, হুগলি জেলা সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড হবিবুর রহমান, হুগলি জেলার সহ-সম্পাদক ও কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের যুগ্ম আহবায়ক কমরেড জয়দেব ঘোষ, জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য অভয় পাঠক,কেন্দ্রীয় পরিষদ সদস্য তথা জেলার সহ-সভাপতি ও শ্রীরামপুর বৈদ্যবাটির জোনাল সম্পাদক সন্দীপ রায় সহ চক্র নেতৃত্ব। সম্মেলনের উদ্বোধন করেন কমরেড নরেন দে, এছাড়াও সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের হবিবুর রহমান, অভয় পাঠক, জয়দেব ঘোষ সহ গণআন্দোলনের নেতৃত্ব। সম্মেলনে বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসির উদ্দিন ও প্রতিম মুখার্জিকে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী।উক্ত সম্মেলন থেকে পুনঃ নির্বাচিত হলেন যথাক্রমে সভাপতি মোঃ নাসির উদ্দিন, সম্পাদক রঞ্জন রায়, সহসম্পাদক কমরেড সঞ্জিত বারিক ও কমরেড শাহিদ আনসারী, কোষাধ্যক্ষ কমরেড তপন মুখার্জি ও পত্রিকা ইনচার্জ কমরেড দেবশ্রী মোদক সহ চক্র নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।