রিপোর্টার চন্দনা বাগচী এবং কৃষ্ণা সবুই তাঁদের প্রতিবেদনে জানিয়েছেন:- আজ বাটা মহেশতলা এরিয়া কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড মানস রায়। দীর্ঘদিন বাটা বজবজ অঞ্চলের মানুষ বেহাল রাস্তার জন্য বিক্ষোভ জানাচ্ছে।বজবজ ট্রাঙ্ক রোডে গাড়ী চলাচল বিপর্যস্ত হচ্ছে।মানুষ প্রান হাতে নিয়ে যাতায়াত করছে। অটল টোটো উল্টে মানুষ চরম বিপদের মধ্যে পড়ছে।প্রশাসন ৫১ কোটি টাকার গল্প এবং ফ্লেক্স টাঙিয়েই চুপ আছে।কিন্তু মানুষের কল্যানে কোন কাজ হচ্ছে না।তাই বারে বারে বিক্ষোভ ডেপুটেশন চলছে এলাকার নিত্য কর্ম হিসেবে। এই সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক রাজা মিত্র, মহিলা নেত্রী চন্দনা বাগচি, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাত চৌধুরী সবশেষে পার্টীর কোলকাতা জেলা কমটির সদস্য কমরেড কৌস্তভ চ্যাটার্জী।সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করার মতো ছিলো।সবশেষে মানস রায় সভার সমাপ্তি ঘোষনা করেন।
রিপোর্টার অভিজিত ব্যানার্জী জানিয়েছেন– ৫ই এপ্রিল দিল্লিতে শ্রমিক কৃষক সংঘর্ষ র্যালির সমর্থনে ধাপা বাইপাস এরিয়া কমিটির আহ্বানে হোসেনপুরে পথসভা।