জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৪ ঠা নভেম্বর, ২০২১ – কালনা শহর এরিয়া কমিটির ১০ নং ওয়ার্ড শাখার সদস্য অমরেন্দ্র নাথ সরকার আজ ৪ঠা নভেম্বর ২১ সকাল ৮টায় প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। কালনার খেলাধুলার জগতে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তার মরদেহ মহাদেব ব্যানার্জী ভবনে আনা হয়। পার্টির নেতৃত্ব মাল্যদান করেন। রক্তপতাকা অর্পণ করেন এরিয়া কমিটির সম্পাদক স্বপন ব্যানার্জী।

আজ জেলার বিভিন্ন জায়গায় মার্ক্সীয় বুক স্টল করা হয়েছে এবং অন্নদাতা শহীদ কৃষকদের উদ্দেশ্যে মোমদাতি প্রজ্জ্বলিত করা হয়। আজ সি.পি.আই(এম) বর্ধমান শহর ২নং এরিয়া কমিটির উদ্যোগে কালীপূজা ও দীপাবলিকে সামনে রেখে দুদিন ব্যাপী মার্কসীয় প্রগতিশীল পুস্তক প্রচার ও বিক্রয় কেন্দ্রের সূচনা হল আজ নীলপুর আমবাগান জাগরণী সংঘের কালীপূজা প্যান্ডেলের সামনে।
এলাকার সাধারণ মানুষজন ও পার্টি কমরেডদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পার্টি নেতৃত্ব অচিন্ত্য মল্লিক, অমল হালদার, তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জি, আলমগীর মন্ডল, তরুণ রায়, দীপঙ্কর দে সহ অন্যান্য এরিয়া নেতৃত্ব। সংযুক্ত কৃষাণ মোর্চার আহ্বানে কৃষক – শহীদ স্মরণে , মোমবাতি জ্বালিয়ে ও পতাকা উত্তোলন করে স্মরণ করা হয়। কাটোয়া ১ এরিয়া কমিটি, সুদপুর অঞ্চলে গোপখাঁজী শাখায়।

মেমারি-১ (পূর্ব) এরিয়া কমিটির দেবীপুর স্টেশন বাজারে মার্ক্সীয় পত্র-পত্রিকার বুকস্টল উদ্বোধন হলো আজ বিকালে। উদ্বোধক জগন্নাথ গাঙ্গুলী। বুকস্টল চলবে ৭ নভেম্বর তারিখ পর্যন্ত।

দিল্লির কৃষকদের কৃষি আইন বাতিলের দাবিতে ১১ মাস যে ধর্না চলছে ও যে সমস্ত কৃষক মৃত্যবরণ করেছে ও শহিদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশে লোহাই বাজারে দীপাবলির উৎসবে প্রদীপ প্রজ্জ্বলন করে তাদের সংহতি জানানো হলো। রায়না-২ এড়িয়া কমেটির অন্তর্গত লোহাই বাজারে উপস্থিত ছিলেন বাসুদেব খাঁ,জামালউদ্দিন খাঁ ও অগণিত পার্টির দরদী সমর্থক।

কেতুগ্ৰাম ছাত্র- যুবের পক্ষ থেকে দীপাবলি উৎসবে ভুলকুড়িতে মার্কসীয় পত্র-পত্রিকা বিপনি কেন্দ্র উদ্বোধন করলেন ছাত্র নেতা পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী ও যুব নেতা কিংশুক মণ্ডল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।