দেশ রাজ্য

সংহতি রান্নাঘর


লাল্টু ঘোষ: চিন্তন নিউজ:২রা জুন:-কোভিড১৯ মোকাবিলায় চারদফা লকডাউনের সময় কেন্দ্র ও রাজ্যের মমতাময়ীর সরকারের অপদার্থতা , চৌর্যবৃত্তি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। ভাইরাস রুখতে তালাবন্দি পুরোপুরি ব্যর্থ। বাড়ছে সংক্রমণ, বেড়ে চলেছে মৃত্যু।

গতকাল থেকে শুরু হয়েছে আনলক ১ পর্ব। রুটি রুজির তাগিদে, সরকারি ফতোয়ায় রাস্তায় শহরবাসী, দেখা নেই সরকারি পরিবহনের। নাজেহাল অবস্থা আমজনতার। একদিকে শূন্য পকেট, অন্যদিকে কর্মস্থলে পৌঁছাতে না পারলে ছাঁটাইয়ের আশংকা।

যে প্রচেষ্টা প্রয়োজন ছিল সরকারি উদ্যোগে, দায়িত্ব নিয়ে করে দেখিয়েছে বামপন্থীরা ও গণসংগঠনগুলো। কার্যতঃ লকডাউন শেষ কিন্তু প্রান্তিক মানুষের অবস্থা এতটাই শোচনীয় যে আজ থেকে শুরু করতে হল কমিউনিটি কিচেন। সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির অন্তর্গত কলোনী শাখা কমরেড জয়ন্ত দাস ও কমরেড অসিত চক্রবর্তী স্মরণে শুরু করলো সংহতি রান্নাঘর। বামপন্থী ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনগুলো এগিয়ে এলো সামাজিক দায়বদ্ধতায়। প্রথমদিনেই সাড়ে তিনশোরও বেশি মানুষের কাছে পৌঁছে গেল সংহতি রান্নাঘর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।