সীমা বিশ্বাস:চিন্তন নিউজ:২৬শে মে:– ২৬মে সর্বভারতীয় সংযুক্ত কিষান মোর্চা – র ডাকা দেশব্যাপী কালো দিবস পালনের যে ডাক দিয়েছে, সেই আহ্বানের প্রতি সারা দিয়ে অসম কৃষক সভার রাজ্য কমিটি, ডি ওয়াই এফ আই, এস এফ আই, মহিলা সমিতি, সি আই টি ইউ র রাজ্য কমিটি কালা দিবস পালন করলো।
উল্লেখযোগ্য যে ২৬মে তারিখে কৃষক বিরোধী তিনটি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের ছয় মাস পূর্ণ হলো। অথচ সরকারের এই আন্দোলনের কোনো গুরুত্ব দিলো না। শ্রমিক ধর্মঘটেরও ছয় মাস পূর্ণ হল। নরেন্দ্র মোদী সরকারের সাত বছর পূর্ণ হলো। স্বাধীনতার পরবর্তী সময়ে এমন জনবিরোধী, সাম্প্রদায়িক, কর্পোরেট তোষণকারী ফ্যাসিবাদী সরকার দেশের জনগণ দেখেনি। প্রতিটি ক্ষেত্রে অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পে চরম ব্যর্থতার ফলে জনসাধারণের সাধারণ জীবন যাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে সঠিক পরিকল্পনার অভাব, মিথ্যা প্রতিশ্রুতি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য আপামর জনগণকে সীমা হীন যন্ত্রণার মধ্যে পরতে হয়েছে। তাই বিভিন্ন দাবি সম্বলিত প্লে_কাড নিয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চলে সংগঠনের নেতাকর্মীরা কোভিড প্রটোকল মেনে প্রতিবাদী কার্যসুচী সম্পন্ন করে।