দীপশুভ্র সান্যাল:-চিন্তন নিউজ:- জলপাইগুড়ি, ৩০শে মার্চ:- জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি কার্যালয়ে ক্ষুদ্র চা চাষে কার্বন ক্রেডিট ব্যাংক থেকে বিকল্প আয় বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। সলিডরিডেড এশিয়ার সাথে এই প্রকল্প টি এ বৎসর শুরু হতে চলেছে। মূলতঃ চা বাগানে বৃক্ষ রোপন ও কার্বন ব্যাংক তৈরী করে বিকল্প আয় র ব্যবস্থা করা এর উদ্দেশ্য। সলিডরিডেড এশিয়া র পক্ষে গগন বোরিয়া, রহিন ডি সুজা উপস্থিত ছিলেন সভায়
এছাড়াও আই এল ও র প্রতিনিধিদের সাথে ছোটো চা বাগানে শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা র উন্নয়ন সমন্ধে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পর সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন ক্ষুদ্র চা চাষী সমিতির কর্মকর্তারা চা চাষীর সমিতির সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান আগামী মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। আই এলও র পক্ষে ই.কে রানী, ভারতী বিড়লা উপস্থিত ছিলেন এই সভায়। আগামী দুই মাসে জেলার বিভিন্ন ব্লকে ভিশন স্প্রিং সংস্থা র সাথে যৌথ ভাবে ৫০০০ ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও নামমাত্র মূল্যে চশমা দেওয়ার হবে উদ্যোগ নেওয়া হবে বলে আলোচনা হয় সভায়। সভাতে জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির পক্ষ থেকে সভাপতি রজত রায় কার্জি সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী, অসীম সরকার সহ সম্পাদক বক্তব্য রাখেন।