রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

সুদীপ্ত কিট’র পর এবার ‘সাইফুদ্দিন কিট’


সৌভিক ব্যানার্জী:চিন্তন নিউজ:২রা জুন:- কয়েকদিন আগেই এস‌এফ‌আই- ডিওয়াইএফ‌আই বিদ্যাসাগর অাঞ্চলিক কমিটির উদ্যোগে কলকাতা পৌরসভার অন্তর্গত ২৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে শহীদ কমরেড সুদীপ্ত গুপ্তের নামাঙ্কিত শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী সম্মিলিত ‘সুদীপ্ত কিট’ পৌঁছে দেওয়া হয়েছিল। গতকাল শহীদ কমরেড সাইফুদ্দিন মোল্লার নামাঙ্কিত কিট, ‘সাইফুদ্দিন কিট’ এস‌এফ‌আই – ডিওয়াইএফ‌আই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির উদ্যোগে ৩৮নং ওয়ার্ডের শিবনারায়ণ দাস লেনের বস্তিতে দুস্থ ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ‘সাইফুদ্দিন কিটে’ অাছে
খাতা, পেন,আপেল, মুসুম্বি লেবু, ডিম, ওআর‌এস, হরলিক্সের পাউচ, চিড়ে ভাজার প্যাকেট, ওআর‌এস, এনার্জি ড্রিংক এর মতো শিক্ষা,খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী। অাজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস‌এফ‌আই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য ও অন্যান্য ছাত্র যুব নেতৃত্ব।

এস‌এফ‌আই – ডিওয়াইএফ‌আই বিদ্যাসাগর অাঞ্চলিকের কমরেডরা জানিয়েছেন আগামী দিনে এই কিট পৌঁছে যাবে ২৭ও ৩৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি দুঃস্থ ছাত্রছাত্রীদের বাড়িতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।