শ্রীমন্ত মুখার্জি:চিন্তন নিউজ:১৯শে এপ্রিল:-গতকাল লকডাউনের নিয়মবিধি মেনে কলকাতায় বামপন্থী নেতাদের প্রতীকি প্রতিবাদ স্থল থেকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা শাসকের দপ্তরের সামনে বাম কর্মীদের মৌন প্রতিবাদ।
রামপুরহাটে মহকুমা শাসককে ডেপুটেশন দিলো বামফ্রন্ট, সাথে সাথে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের ১ নং গেট, ২ নং গেট ও পাঁচমাথায় প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো।
বোলপুরে মহকুমা শাসকের কাছে বামফ্রন্টের পক্ষথেকে বিধি মেনে ডেপুটেশন দিয়ে এলেন কমঃ গৌতম ঘোষ (CPM), কমঃ বকুল ঘরুই (CPM),কমঃ তপন হোড়(RSP),কমঃঅরুণ দাস (CPI) প্রমুখ ।
পরে গতকাল বামফ্রন্টের নেতৃবৃন্দকে লকডাউন বিধি মেনে প্রতিবাদ করার সময় গ্রেফতার করার জন্য প্রতিবাদ ।