জয়শ্রী দেব নন্দী: চিন্তন নিউজ:২৪ জুন ২০২২:– আজ কলকাতা জেলায় আইনী সহায়তা কেন্দ্রের উদ্বোধন হল সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কলকাতা জেলার উদ্যোগে। উপস্থিত ছিলেন আইনজীবী ডরোথি ঘোষাল। তাছাড়া সংগঠনের রাজ্য সম্পাদিকা কণীনিকা ঘোষ, রাজ্য সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্যা আত্রেয়ী ঘোষ (উ.24পরগনার সম্পাদিকা)ও যশোধরা বাগ্চী-1987(বামফ্রন্টের আমল)থেকে আইনী সহায়তা কেন্দ্র পরিচালনা করছে। মানুষের মধ্যে ভীষণ সাড়া,এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য এসেছেন। তাঁর সমস্যা সমাধান হওয়ায় অন্যদেরও পাঠাচ্ছেন। যশোধরা বাগচীর অভিমত একেক সময় এই ধরনের সহায়তা কেন্দ্রের সাহায্যপ্রার্থীদের সংখ্যা দেখলে বোঝা যায় প্রান্তিক মহিলারা কী অসহায় অবস্থায় আছেন। সাধারণ মানুষের ভরসাস্থল হয়ে উঠুক এই আইনি সহায়তা কেন্দ্র।
কলকাতা থেকে নিজস্ব সংবাদাতা জানাচ্ছেন, ‘অগ্নিপথ’ বাতিলের দাবিতে এবং শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে এসএফআই ও ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির ডাকে আজ শ্যামবাজার থেকে কলেজস্ট্রীট পর্যন্ত মিছিল সংঘটিত হয়েছে।