রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:১৯শে এপ্রিল:- দেশজুড়ে মানুষ করোনার মারণ থাবায় আক্রান্ত।কেন্দ্র ও রাজ্য সরকারের সঠিক পরিকল্পনার অভাবে সমস্ত সাধারণ মানুষ নিত্যদিনের খাদ্য সামগ্রী জোগাড় করতে গিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন।এই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে পথে সি পি আই(এম)। সি পি আই(এম) ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী এরিয়া কমিটির অন্তর্গত ১০নং শাখা ২০০টি পরিবারের হাতে সাধ্যমত খাদ্যসামগ্রী তুলে দেয়।
১০নং শাখার সম্পাদক সৈকত ব্যানার্জির কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন “১০নং শাখার মধ্যে পরা ১২নম্বর ওয়ার্ডের শিবপুর অঞ্চলের ২০০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। আরো কিছু বাড়িতে দেওয়া যায় তার চিন্তাভাবনা করা হয়েছে।” এই কর্মসূচিকে সঠিকভাবে রূপায়ণ করতে সৈকত ব্যানার্জি,পরিতোষ দাস,বলরাম দাস,জয়ন্তী মান্না,দয়াময় মন্ডল, বিশ্বজিৎ চৌধুরী, রাখাল অধিকারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।