রাজ্য

রামপুরহাট ডি ওয়াই এফ আই এর প্রতিশ্রুতি লকডাউন চলাকালীন আটকে পড়া পরিযায়ী শ্রমিকদেরখাদ্যের ব্যবস্থা করবে


  • রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:১৯শে এপ্রিল:-লকডাউনে ৫৫ জন পরিযায়ী শ্রমিক গৃহবন্দি রামপুরহাটের জয়কৃষ্ণপুর গ্রামে। এদের সকলের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার জেলায়। এরা রামপুরহাটের একটি বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক। ২৯ মার্চ থেকে এই ৫৫ জন শ্রমিকের খাদ্যসংস্থানের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল ডি ওয়াই এফ আইয়ের রামপুরহাটের কর্মীরা। যতদিন লকডাউন চলবে খাদ্যের ব্যবস্থা করবে ডি ওয়াই এফ আই – এটাই ছিলো যুবকর্মীদের প্রতিশ্রুতি।

প্রথম পর্যায়ে যে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল তা আজ শেষ হয়ে যাওয়ায়, পরিযায়ী শ্রমিকরা যুবকর্মীদের খবরদেয়। প্রতিশ্রুতিমতো আজ আবার চাল, ডাল, তেল, পেঁয়াজ, সোয়াবিন বড়ি, মসলা ও সবজি পৌঁছে দেওয়া হয়। ডি ওয়াই এফ আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং জানান রামপুরহাটে লক ডাউনের কারনে গৃহবন্দি ৫৫ জন পরিযায়ী শ্রমিকের খাদ্যসংস্থানের দায়িত্ব নিয়েছে যুব কর্মীরা। গত ২৮ মার্চ থেকে যতদিন লক ডাউন চলবে এই শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা করবে যুবরা। লক ডাউনের কারনে বাড়ি ফেরা হচ্ছে না। সামান্য বেতনে কাজ করা এই শ্রমিকদের হাতে টাকা নেই, নেই খাদ্য সামগ্রী। বাধ্য হয়ে এই শ্রমিকরা যোগাযোগ করেন ডি ওয়াই এফ আই কর্মীদের সাথে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।