রাজ্য

দিন হোক বা রাত একডাকে মানুষের পাশে বহরমপুর রেড ভলেনটিয়ার্স


অনুপম মিশ্র: চিন্তন নিউজ:৫ই জুন:- বর্তমানে ভরসার অপর নাম রেডভলেনটিয়ার্স।সারা রাজ্যের সাথে বহরমপুরেও সর্বদা তৎপর রেডভলেনটিয়ার টিম। বহরমপুরের মধুপুর নিবাসী বাপী চৌধুরীর মা কোভিড থেকে সেরে ওঠার পর আবার শ্বাসকষ্ট জনিত অসুবিধায় পড়তেই ফোন আসে বহরমপুর রেড ভলেন্টিয়ারদের কাছে রাত তখন প্রায় ১১টা। সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যান সুশোভন, শাশ্বত, সৌম্যদীপ আর বিট্টু।

আবার, কাদাই পিয়াসীর গলির বাসিন্দা রামবাবু দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় ভোগেন। গতকাল রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হলে রেড ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করেন। অক্সিজেন সিলিন্ডার নিয়ে তার বাড়ি পৌঁছে যায় সুশোভন, বিট্টু ও রিষভ।

অপরদিকে গোরাবাজার মেরি ইমাকুলেট স্কুলের পাশের গলিতে বসবাসরত সৌরভ বসু সর্বাধিকারীর ৮০ বছর বয়সী বাবার হঠাৎ মাঝরাতে শ্বাসকষ্ট শুরু হয়। তারা বহরমপুর রেড ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করলে রাত ২.৩০ টা নাগাদ অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যায় সুশোভন ও বিট্টু। পরে অবস্থার আরো অবনতি হলে তারা রেড ভলেন্টিয়ার অয়নাংশুর সহযোগীতায় উনাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এরকমভাবে সবসময় মানুষের ডাকে,মানুষকে সাহায্য করতে অবিরাম বহরমপুর রেডভলেনটিয়ার্স।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।