জেলা

সিটু অনুমোদিত সাঁতরাগাছি বাস ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে (বাস) শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ


লাল্টু ঘোষ: চিন্তন নিউজ:১৫ই মে:– আচ্ছে দিন, দেশবাসীর একাউন্টে ১৫ লক্ষ টাকা পৌঁছে দেওয়ার গালভরা প্রতিশ্রুতির পর আত্মনির্ভরশীল ভারত গঠন, ২০ লক্ষ কোটি টাকার দিশাহীন প্যাকেজ ঘোষণা — কোনো প্রতিশ্রুতিই আজ অবধি পৌঁছোতে পারেনি প্রান্তিক মানুষের রান্নাঘরে। লাগাতার লকডাউনে আমজনতার রুটি রুজি প্রশ্নের সম্মুখীন। অপ্রতুল রেশনব্যবস্থা, চাহিদার সঙ্গে যোগানের বিস্তর ফারাক। এফ সি আই গোডাউনে মজুত খাদ্যশস্যের ভান্ডার। পরিকল্পনার অভাবে, সরকারের সদিচ্ছার অভাবে বঞ্চিত সাধারণ মানুষ।

কোভিড১৯ মোকাবিলায় বাধ্যতামূলক লকডাউনে বিধ্বস্ত পরিবহন শ্রমিকরা। জমানো সামান্য পুঁজি শেষ, হাতে গোনা কয়েকটি সরকারি বাস চললেও বেসরকারি পরিবহনের সঙ্গে জড়িত বৃহৎ অংশের শ্রমিক ই বেকার। আগামী সপ্তাহ থেকে কিছু বাস চালু হলেও যে পরিমাণ বাসের ভাড়া বাড়তে চলেছে তাতে যাত্রী সংখ্যা কী হবে সেটাও অনিশ্চিত। এই পরিস্থিতিতে ভরসা সিআইটিইউ. দেশের সর্বত্র সিটু যেভাবে শ্রমিকদের মধ্যে কাজ করে চলেছে তা প্রশংসনীয়। আজ হাওড়া জেলায় সিটু অনুমোদিত সাঁতরাগাছি বাস ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে দ্বিতীয় বার পরিবহন (বাস) শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করা হ’ল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।